বিশেষ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালনে শনিবার সূর্যদয়ের সাথে সাথে স্বরূপকাঠি উপজেলা সদরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপরে স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি প্রেসকাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বসুন্ধরা শুভসংঘ সহ সর্বস্তরের মানুষ।
সকাল সাড়ে আটটার দিকে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠন কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে।
বেলা সাড়ে বারোটার দিকে একই মাঠেউপজেলা প্রশাসনবীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারি কমিশনার (ভুমি) তাপস পাল, অফিসার ইনচার্য (ওসি) মো. গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসকাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও দিবসটি পালনে বিভিন্ন কর্মসুচির মধ্যে মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।###
Leave a Reply