শরীয়তপুরে নৌকা প্রতীক পাওয়ায় জাজিরা বিলাশপুরে আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ।
স্পোর্টস রিপোর্টার:
শরীয়তপুর-১ আসনে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতাকর্মীদের মাঝে।
তারই ধারাবাহিকতায় গতকাল ১৮ই ডিসেম্বর সোমবার বিকেলে শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু পুণরায় নৌকা প্রতীক পাওয়ায় বিলাশপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও বিলাশপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মিয়া (মেছের মাস্টার) এর জৈষ্ঠপুত্র আবু সালেক মাদবরের নেতৃত্বে একটি বিরাট আনন্দ মিছিল বের হয় এবং ভোটারদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। মিছিলটি উপজেলার বিলাশপুর ইউনিয়নের আলিমুদ্দিন মাদবরকান্দি থেকে আকন কান্দি বাজার প্রদক্ষিণ করে দু্র্বাডাঙ্গা বাজারে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার রুহুল আমিন, নরুল হক সরদার, সামাদ মাদবর, মোঃ বাবু মাদবর, মুক্তি মল্লিক, সাব্বির মল্লিক, কাদির মল্লিক, বাচ্চু মাদবর, আবু- আলেম মাদবর, হাবিবুর রহমান মাদবর, ফজলু মাদবর, নাসির মাদবর, আমির হাওলাদার, খালেক মুন্সি, ইদ্রিস মুন্সি, হাসান মুন্সি, রবিউল মাদবর, নুরুজ্জামান মাদবর, রুবেল মাদবর, সেলীম ছৈয়াল, গোলাম মাওলা মৃধা, বেলায়েত মুন্সি, জাহাঙ্গীর উবি, মফিজ উবি, কামাল খলিফা, সেকান্দার খলিফা, বাহাউদ্দিন মেম্বার, নরু বেপারী, রফিক দেওয়ান, সিরাজুল মাদবর, ফজলু মাদবরসহ কাজিয়া চরের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply