এম এ শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ায় র্যাবের অভিযানে ২ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে বগুড়া শহরের আকবরিয়া আবাসিক হোটেল এর চতুর্থ তলায় ২৭ নং রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ টি মোবাইল ফোন ও ৭ টি সিমকার্ড জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত চারজন হলো- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রানিপুর এলাকার মৃত ইলেম উদ্দিন মৃধার ছেলে আব্দুর সাত্তার মৃধা (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মনবাগ এলাকার মৃত আলফু মিয়ার ছেলে শাহীন মিয়া (৪২), পিরোজপুর জেলার নজিরপুর থানার কাঠালিয়ার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা (২২) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তালেবপুর এলাকার মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া (৪৩)।
বুধবার রাত ৮ দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বগুড়া শহরের আকবরিয়া আবাসিক হোটেলে এর চতুর্থ তলায় ২৭ রুম ভাড়া নিয়ে কিছু ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। তখন সেখানে র্যাবের একটি চোকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই চারজনকে ২ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন ধরেই জাল নোট কেনাবেচার সাথে জড়িত। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply