শাহ সুমন, (বানিয়াচং)ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ দুই জনকে গ্ৰেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল এগারোটায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের, দিক-নির্দেশনায় বানিয়াচং থানায় কর্মরত এসআই (নিঃ) অমিতাভ দাস তালুকদার, এসআই (নিঃ) অঞ্জন কুমার নাহা, এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম, এসআই (নিঃ) স্বপন চন্দ্র সরকার, এসআই (নিঃ) মঞ্জুরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা (মালের হাটি) গ্রামের পলাতক আসামী আব্দুর রউফ এর বসত বাড়ীতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে আব্দুল রৌফ পালিয়ে গেলে ও তার স্ত্রী আছমা আক্তার (৪০)কে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে ০৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আছমা আক্তার (৪০)কে গ্ৰেফতার করা হয়। সে ৪নং বানিয়াচং দক্ষিণ- পশ্চিম ইউনিয়নের মাত্রাপাশা গ্ৰামের(মালের হাটি) স্বামী-আব্দুর রউফ পিতা- জারু মিয়া, আটক করে পুলিশ। যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/-টাকা,
গ্রেফতারকৃত আসামী ও তাহার স্বামী পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গত (২৩ ডিসেম্বর) রাত বারোটার সময় থানা এলাকায় এসআই (নিঃ) সাদরুল হাসান খান সঙ্গীয় ফোর্সসহ মাদক দ্রব্য উদ্ধার ও মুলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বানিয়াচং থানাধীন লামাপাড়া সাকিনস্থ সুফিয়া মতিন মহিলা কলেজের প্রধান গেইটের সামনে মাদক ব্যবসায়ী ছায়েদ আহম্মেদ(২৯), পিতা-মৃত ফিরুজ আলী, সাং-আনোয়ারপুর, বর্তমান ঠিকানা শ্বশুর বাড়ী আঃ রহমান, সাং-লামাপাড়া, মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করিতেছে।
উক্ত সংবাদটি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, অবহিত করে তাহার দিক নির্দেশনা মোতাবেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ছায়েদ আহম্মেদকে দেহ তল্লাশী করে ০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্ৰেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply