1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নড়াইল ১ আসনে ভোটারদের বাধা দিলে শিকড় উপড়ে ফেলব: মুক্তি - OnlineTV
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

নড়াইল ১ আসনে ভোটারদের বাধা দিলে শিকড় উপড়ে ফেলব: মুক্তি

Reporter Name
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

নড়াইল প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লেবাস ধরে ভোটারদের বাধা দিলে শিকড় উপড়ে ফেলে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নড়াইল-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি।

বিকেলে সিংগাশোলপুর ইউনিয়নের এক পথসভায় হুঁশিয়ারি দেন তিনি। এ আসনটিতে থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মুক্তি।

নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি বলেন, ‘আওয়ামী লীগ করবেন, মুখে দলকে ভালবাসবেন, শেখ হাসিনার কাছে যেতে চাইবেন; কিন্তু নৌকা প্রতীককে সমর্থন দিবেন না। এটা কেমন ভালবাসা! দলের লেবাস ধারণ করে স্থানীয় পর্যায়ে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিবেন, আপনার সতর্ক হন। দলের ক্ষতি করলে, আপনাদের শিকড় উপড়ে ফেলব নড়াইলের মাটি থেকে।’

মুক্তি বলেন, নড়াইল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আড়াইশো কোটি টাকা অনুমোদন হয়েছে। অচিরেই আপনাদের এ সমস্যার সমাধান হয়ে যাবে। কোনও এলাকার অবকাঠামো উন্নয়ন মানেই কি সে এলাকার অর্থনৈতিক মুক্তি? সে এলাকা তত উন্নত? ১৫ বছরের সংসদীয় দায়িত্ব পালনকালে আপনাদের কোনও সন্তান ও ভাই একবারও বলেনি, আমি সফল উদ্যোক্তা হব, আমাকে সহযোগিতা করেন। পড়াশোনা করে শুধু চাকরির পেছনে ছুটছে সন্তানরা। কোনও সৃষ্টিশীল কাজে নিজেদেরকে নিয়োজিত করছে না। তাহলে আমরা আগাবো কীভাবে?

নৌকা প্রতীকের প্রার্থী বলেন, ‘এ আসনটি কৃষি নির্ভর। তার মানে কৃষিতে উন্নতি করলেই এলাকার সার্বিক উন্নতি হবে। প্রতিটা বিষয়ে আমরা সমানভাবে গুরুত্ব দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা সুখী সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমর্থ হব।’
তিনি বলেন, ‘দেশের সংকটময় মুহূর্ত চলছে। যুদ্ধ করে আপনারা দেশ স্বাধীন করেছেন; এবার ভোটযুদ্ধে অংশ নিয়ে সংকটময় মুহূর্ত থেকে দেশকে উদ্ধার করুন। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আপনার আমার জীবনের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে না।’

নড়াইল-১ আসনের ছয় জন প্রার্থী থাকলেও নৌকার প্রচারণা চলছে বেশ জোরেশোরে। অপর প্রার্থীদের প্রচারণা চলছে নাম মাত্র। এখানে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওমর ফারুক, শরফুল আলম লিটু,তুফায়েল মাহমুদ তুফান, দেবাশিস কুন্ডু মিটুল, সিংগা শোলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম হিটু,কলরা ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস, রাজিব আহমেদ প্রমুখ। ###

হাফিজুল নিলু
নড়াইল
২৬.১২.২৩
০১৭১৬৭৩১৭৭০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost