1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
পটিয়াকে পরিবারতন্ত্রে‘র হাত থেকে রক্ষা করতে নৌকায় ভোট দিতে হবে-মোতাহেরুল - OnlineTV
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

পটিয়াকে পরিবারতন্ত্রে‘র হাত থেকে রক্ষা করতে নৌকায় ভোট দিতে হবে-মোতাহেরুল

Reporter Name
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, পটিয়ায় যে পরিবারতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে তা রুখে দিতে হলে নৌকায় ভোট দিতে হবে। স্বতন্ত্র প্রার্থী তার নিজস্ব পেটোয়া বাহিনী দিয়ে পটিয়ায় ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে যে অঢেল টাকা-পয়সা সম্পদের মালিক হয়েছে, সে কালো টাকার মালিক ও তার পোষ্য সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকায় এলাকায় জনমত গড়ে তুলতে হবে। দীর্ঘদিন থেকে পটিয়ার আওয়ামী পরিবারের নেতা-কর্মীদের মামলা দিয়ে নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আজ সময় এসেছে আওয়ামীলীগের ত্যাগী ও তৃণমূল পর্যায়ে‘র নেতাকর্মীদের ঘুরে দাড়াঁনোর। তিনি আরো বলেন, আমার সাথে যারা রয়েছে তারা আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মী। যারা দীর্ঘ পনের বছর দলীয় পদপদবী বঞ্চিত এবং হামলাও মামলা শিকার। আমার কোন পুত্র সন্তান নেই, আছে তিন কন্যা সন্তান। তারা দলবাজি ও চাদাঁবাজি করবে না। তিনি গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের সফর মুন্সিরহাট, নলন্ধা, বাণীগ্রাম, কোলাগাঁও টেক, লাখেরা, চাপড়া, চাফরি, সাততেতৈয়া, মোহাম্মদ নগরসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে একথা বলেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আইযুব আলী, সাধারন সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আ‘লীগ নেতা এমএ রহিম, মাহবুবুর হক চৌধুরী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আহমদ নুর, উপজেলা আ‘লীগ নেতা মো: হারুন, ডিএম জমির উদ্দিন, কোলাগাঁও আ‘লীগ সভাপতি হাজী ওসমান গনি, সাধারন সম্পাদক দিদারুল আলম, আনসুর মেম্বার, আবুল বশর মেম্বার, চন্দন মেম্বার, মনজরুল আলম, যুবলীগ নেতা মাঈনুদ্দিন চৌধুরী, নুর আলম ছিদ্দিকী, আবু সাদাত মো: সায়েম, শামীম, বুলবুল হোসেন, আনোয়ার হোসেন, নাজিম, শেখ মনির, নাছির, ইকবাল, আবদুর রউফ প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিানার মনোনীত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করলে পটিয়ার উন্নয়ন আরো বেগবান হবে। পটিয়াবাসীর হৃদয়ের কথা প্রধানমন্ত্রী অনুধাবন করে ত্যাগী ও দু:সময়ের বষীয়ান রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরীকে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক তুলে দিয়েছেন। তিনি আগামী ৭ জানুয়ারী শেখ হাসিনার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
২৬/১২/২৩ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost