নড়াইল প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার ৪ জন সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলা শহরের হাতির বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের দুইটি আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসাবে বুধবার রাতে নগরীর হাতির বাগান এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে নৌকা প্রতিকের প্রার্থীর লিফলেট স্টিকার লাগানোর দায়ে ৪ মোটরসাইকেল চালককে মোট ৫২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, যানবাহনে নৌকা প্রতিকের প্রার্থীর লিফলেট স্টিকার লাগানোর দায়ে ৪টি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।
Leave a Reply