শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি মহোদয়ের পক্ষে মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজন এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) ২০২৩ খ্রিঃ সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লামাপাড়া গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ খ্রিঃ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, সংসদ সদস্য পদপ্রার্থী বীর, মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পির পক্ষে নির্বাচনী উঠান বৈঠক আয়োজিত হয়।
এতে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মানিক মিয়ার সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্ট্যাপেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শ্রী ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক, এনাম হোসেন চৌধুরী মামুন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, আবু কাউছার লাভলু,উপজেলা আওয়ামীলীগের স্বাহ্য বিষয়ক সম্পাদক, করোনাময় দেব, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাবু ননী গোপাল রায়, সাধারণ,সম্পাদক,বাবুল গাজী,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিসলু চৌধুরী,মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা,রাখেশ রায়, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, মনু মিয়া,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক, সভাপতি, মুমিন হোসেন সুহেল, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহিন, মৎসজীবি লীগের সভাপতি,আশিকুর রহমান আশিক, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি,
কুঠি মিয়া,সাধারণ সম্পাদক,অপূর্ব চন্দ্রদেব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রজত রায় চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, জয়বিন্দ, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সায়েদ আহমেদ,মামুন হোসেন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি,আশীষ কুমার চন্দ্র, পৌর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আমিনুর রশীদ রোমান, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারেক আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার মুরব্বিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাধ্যমে দেশকে গতিশীল রাস্ট্র হিসেবে গড়ে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আহবান জানান ।
Leave a Reply