চুয়াডাঙ্গা শহরে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) এর পক্ষে যুব মহিলা লীগের বিশাল মিছিল অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ যুব মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতীক এর পক্ষে বিরাট একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ যুব মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখ্র সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে শহরের পান্না হলে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় যুব মহিলা লীগের হাজার হাজর নারীর স্বতস্ফুর্ত অংশগ্রহনে মিছিলটি ছিলো কানায় কানায় পরিপূর্ণ।
তারা ঈগলের পক্ষে বিভিন্ন শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এছাড়াও এর আগে তারা নির্বাচনী জনসংযোগ করেন।
তারা এলাকার ঘরে ঘরে গিয়ে ঈগলের পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
এ মিছিলে জেলা, উপজেল, ইউনিয়ন এবং ওয়ার্ডের মিহলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার হাজার হাজার মহিলা এ মিছিলে অংশ গ্রহণ করেন।
Leave a Reply