চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও নির্বাচনী অফিস উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের সমর্থনে নুরনগর কলোনিপাড়া ৮ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত।
চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) দিলীপ কুমার আগরওয়ালার ভাই পিন্টু আগারওয়ালা, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনসহ জেলা ও উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দমছাড়া ইসলামপুরেও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও পার্শবর্তী হায়দারপুরে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
ঈগল প্রতীক এর স্থানীয় নেতাকর্মীসহ এলাকার হাজার হাজার ঈগল প্রতীক প্রেমী জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply