জাজিরায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা
জাজিরা, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় পলাশ খান নামের এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে জাজিরা পৌরসভা শাহী মসজিদ ভিআইপি মহল্লায় এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক দৈনিক সংবাদ শরীয়তপুর জাজিরা উপজেলার প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
আহত সাংবাদিক পলাশ খান পৌরসভার ১নং ওয়ার্ডে বাসিন্দা। সংবাদ সংগ্রহের কাজ শেষ করে রাত সোয়া ১০ টার সময় বাসায় ফেরার পথে জাজিরা শাহী মসজিদ ভিআইপি মহল্লা দিয়ে যাওয়ার সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনা শুনতে পেরে ঘটনা স্থলে গিয়ে মারধরের আলামত পেয়েছি। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী সাংবাদিক।
এদিকে সাংবাদিক পলাশ খানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জাজিরা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply