মৌসুমী নিলু, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো. আশরাফুল ইসলাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তুলরামপুর। ইউনিয়নের পেড়লী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাফুজুর রহমান শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. আশরাফুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্যার ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের পেড়লী গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহাফুজুর রহমান, আনিসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয় একটি টিম। পরে পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এ ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন , আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এম.চৌ/এসময়
Leave a Reply