1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেফতার - OnlineTV
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেফতার

এম এ শাহিন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

এম এ শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে সদরের চারমাথা গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম রহিম মিয়া উজ্জল (২৪)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুট উপজেলার নওয়াপাড়া সুপারমার্কেট এলাকার মৃত কুদ্দুস ওরফে লুতু মিয়ার ছেলে।

শনিবার বিকাল ৪ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে কারে গাঁজা পরিবহন করছে। তখন র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৫ কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওই যুবককে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

 

এম.চৌ:/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost