এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার চারালিয়া হাটস্থ আহমদিয়া মাইজভান্ডার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর পক্ষে ৪০০ জন অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরন, ডায়বেটিস ও ব্লাডগ্রপ নির্ণয় এবং নোয়াবাড়ী মডেল মসজিদে সিমেন্ট সরবরাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
২৭ জানুয়ারী’২৪ ইং শনিবার সকাল ১১ টায় চারালিয়া হাট নোয়াবাড়ি মডেল মসজিদ নির্মানে সিমেন্ট অনুদান ও দুপুর ১ টায় আহমদিয়া মাইজভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৪ শতাধিক অবহেলিত দরিদ্র জনগোস্টির মাঝে শীত বস্ত্র বিতরন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমোভ্যালী আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করে।
ক্লাব সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সিমেন্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪ বাংলাদেশ-এর আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ।
নজিরহাট পৌরসভার মেয়র ও ক্লাবের উপদেষ্টা লায়ন এ কে জাহেদ চৌধুরী, গভর্নর এডভাইজরী সদস্য লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, ডিষ্ট্রিক চেয়ারপার্সন কাজী মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব আমিনুল হক, ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন মোহাম্মদ নেজাম উদ্দীন, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোঃ শাহ্ আলম এমজেএফ, ক্লাবের উপদেষ্টা লায়ন রুহুল আহমেদ , লায়ন মোঃ সাইফুদ্দিন, লায়ন মফজল আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম.চৌ:/এসময়
Leave a Reply