পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেছেন, শেখ হাসিনা দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন ‘মাদার অব হিউম্যানিটি’।
পিতা-মাতা-ভাই এবং স্বজনদের হারিয়ে মানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
তাঁকে অনুস্মরণ করেই এমএ খালেক ফাউন্ডেশন পটিয়ার আনাচে-কানাচে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷
২ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল করিম।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পরিচালনায় বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রণব দাশ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রিপন, সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ বাঁচা, সহ সম্পাদক সরোয়ার উদ্দিন, মহিলা নেএী আরজু আক্তার,মো: সোহেল, মো: রুবেল, আব্দুল খালেক, মো: মফিজ, কহিনূর আক্তার, নীলা দাশ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ৫০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply