1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

বগুড়ার গাবতলী থানায় ককটেল বিস্ফোরণের অভিযোগ গ্রেফতার ২

এম এ শাহীন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বগুড়া জেলা প্রতিনিধিঃ

দলীয় সিনিয়র নেতাদের নির্দেশে বগুড়ার গাবতলী থানায় ককটেল বিস্ফোরণের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেফতারকৃত দুই বিএনপি কর্মী।

শনিবার রাত ৮ টার দিকে জেলার গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- গাবতলী পূর্বপাড়ার রফিকুল ইসলামের ছেলে রাহুল হাসান (২০) ও টুকু মন্ডলের ছেলে সুমন (৩৭)। এর মধ্যে রাহুল পৌর ছাত্রদলের ও সুমন পৌর শ্রমিকদলের সক্রিয় কর্মী ছিলেন।

গ্রেফতার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেন গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ।

তারা দুইজনই পৌর শ্রমিকদল ও ছাত্রদলের কর্মী। দলীয় সিনিয়র নেতাদের নির্দেশে তারা এ কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এর আগে গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ১০ টাকার দিকে গাবতলী থানা ক্যাম্পাসের ভিতরে অফিস ভবনের পিছনে বিকট শব্দে ২ টি ককটেলের বিষ্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে তখন ঘটনাস্থল থেকে লালটেপ ও ছোট ছোট পাথরের টুকরা উদ্ধার করা হয়।

গাবতলী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আসামীরা থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের করে ।

সে সময় পুলিশের চোখ ফাঁকি দিতে আশেপাশের রাস্তার সিসিটিভি ক্যামেরা ও রাস্তার লোকজনের চোখ এড়ানো জন্য সকল ধরণের সর্তকতা অবলম্বন করেছেন।

এমনকি তারা ঘটনার সময় নিজেদের ব্যবহৃত মোবাইলটিও অন্য জায়গায় রেখে এসেছিলেন।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এর মধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ঘটনার সাথে মূল হোতাদের গ্রেফতারের অভিযান চলছে।

এছাড়াও আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost