1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নরসিংদীর এনকেএম হাইস্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - OnlineTV
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

নরসিংদীর এনকেএম হাইস্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম রুদ্র
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমসের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

সমাবেশে বিদ্যালয়ে অধ্যয়নরত সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল ই খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান প্রমুখ।

বিদ্যালয়ের সার্বিক বিষয় তোলে ধরে সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।

এছাড়া নতুন শিক্ষা ব্যবস্থা, পাঠোন্নয়ন, নৈতিক শিক্ষাসহ নানা বিষয় তুলে ধরেন অভিভাবকবৃন্দ।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রত্যেকটি প্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত ঈর্ষন্বীয় ও সম্মানিত।

শিল্পপতি কাদির মোল্লা এই ফাউন্ডেশনের মাধ্যমে জেলার শিক্ষা ব্যবস্থাকে অনন্য জায়গায় নিয়ে গেছেন।

তবে শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করলে চলবে না, বাস্তবসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে।

যা নতুন শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষায় বিশেষ অবদান রাখায় আবদুল কাদির মোল্লাকে শিক্ষানুরাগী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে আবদুল কাদির মোল্লা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের উপর ভিত্তি করে।

এর একটিতে সমস্যা হলে পুরো সিস্টেমই অচল হয়ে পড়ে।

তাই এ প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সবাইকে একযোগে সহযোগিতা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost