1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নিরাপদ নিউজ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - OnlineTV
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

নিরাপদ নিউজ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

স্টাফ রিপোর্টারঃ 
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কম এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পত্রিকার কাকরাইলস্থ নিসচা কেন্দ্রীয় মিলনায়তনে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।
নিরাপদ নিউজ ডট কম এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, নিরাপদ নিউজ এর যুগ্ম-সম্পাদক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিসচার মহাসচিব এস এম আজাদ হোসেন।

পত্রিকায় কর্মরত সাংবাদিক এবং আগত সুধীজনদের সাথে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে ভালবাসা ও সহযোগিতার জন্যে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নিরাপদ নিউজ সব ধরণের সংবাদ পরিবেশন করে আসছে।

তবে সড়ক দুর্ঘটনা বিষয়ক সংবাদকে অধিক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।

‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ নিউজ সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরো বলেন, নিরাপদ নিউজ মানুষের অধিকার সুনিশ্চিত করতে সর্বদা উন্নয়ন বিষয়ক ও ইতিবাচক সংবাদ প্রকাশ করছে।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, অনলাইন গণমাধ্যম যথেষ্ট পাঠকপ্রিয়, সরকার অনলাইন গণমাধ্যম নীতিমালা ও অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন প্রদানের জন্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করছে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন-অগ্রগতিতে অসামান্য অবদান রাখছেন।

প্রধান আলোচকের বক্তব্যে ওমর ফারুক বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তায় সরকার গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে, এই আইনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের অধিকার সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারে অনলাইন গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক সংবাদ আরো অধিক প্রচার কারার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ নিউজ এর বিশেষ প্রতিনিধি লিটন এরশাদ, সিনিয়র রিপোর্টার নাসিম রুমি, নিসচা ভাইসচেয়ারম্যান বেলায়েত হোসেন নান্টু, যুগ্মমহাসচিব এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost