1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের নাহিদ সভাপতি ও বৃন্দাবন সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদকঃ 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাব কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) সম্পন্ন হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার উৎসবমুখর পরিবেশে এবং সকল ভোটারের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এতে ২১ টি নির্বাহী পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এই নির্বাচনে জাতীয় দৈনিক একুশে বাণী পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম নাহিদ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৃন্দাবন মল্লিক (জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ)।

এ ছাড়াও নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, ওসমান গনী (জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা);

সহ-সভাপতি, রহমতুল্লাহ দেওয়ান (সিএনএন বাংলা) ও

মোঃ আলী রিপন (এন এন বি);

যুগ্ম সাধারণ সম্পাদক, ফারুক মোল্লা (এশিয়ান টেলিভিশন);

সাংগঠনিক সম্পাদক, সুমন হোসেন শাওন (দৈনিক খোলা কাগজ);

দপ্তর সম্পাদক, রিপন আহমেদ (Bs Television News 24/7);

কোষাধক্ষ্য, মোঃ বাবলু শেখ (দৈনিক স্বাধীন সময়);

প্রচার সম্পাদক, মোঃ মনিরুজ্জামান (দৈনিক মুক্ত খবর);

আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট রেজাউল করিম স্বপন (দৈনিক গন মুক্তি);

মহিলা বিষয়ক সম্পাদীকা নিপা আক্তার (বিডি সময় সংবাদ);

কার্যনির্বাহী সদস্য, নুরুজ্জামান শেখ (দৈনিক জনতা);

সদস্য, মোঃ রাকিব হোসেন (Channel-9);

মোঃ আব্বাস (দৈনিক দেশ বার্তা);

শাহিন আলম (বাংলা নিউজ পোটাল) ও

মাহামুদুল হাসান সাদ্দাম (দৈনিক রুপবানী) প্রমূখ।

 

নবনির্বাচিত কমিটি আগাম ২ বছর তাদের কার্য মেয়াদে  সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost