স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরায় ১৮ বছরের এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি তামিম মাদবর (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে।
ধর্ষণের এই ঘটনায় বৃহস্পতিবার (২৪জুলাই) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে জাজিরা থানায় প্রতিবেশি তামিম মাদবরকে আসামি করে মামলা করেছেন।
অভিযুক্ত তামিম মাদবর(২৭) জাজিরা উপজেলার ডুবিসায়বর এলাকার সোনা মিয়া মাদবরের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১৮ বছর বয়সী ভুক্তভোগী ঐ কিশোরী দশম শ্রেণীর শিক্ষার্থী। সে স্কুলে যাওয়ার সময় প্রায়সই অভিযুক্ত তামিম মাদবর তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে।
গত ২০২২ সালের (২৮ নভেম্বর) দুপুরে প্রতিবেশি যুবক তামিম মাদবর ফুঁসলিয়ে কিশোরীকে তাদের বাজারের পিছে নিয়ে যায়। এরপর তাকে বিয়ের প্রলোভনও নানা রকম ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের পর ভুক্তভোগী ঐ কিশোরীকে সবাইকে বলে দেওয়ার কথা জানালে তামিম মাদবর মেয়েটিকে গলা টিপে হত্যা করে।
ধর্ষণের ঘটনা জানাজানি হলে এক পর্যায়ে জাজিরার স্থানীয় সংবাদ-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাজিরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে এবং ভুক্তভোগী পরিবারটি জাজিরা থানায় এসে উক্ত মামলাটি দায়ের করে।
অভিযুক্ত তামিম মাদবরের বাবা-মা বলেন, আমার ছেলে যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে আমার ছেলের শাস্তি দাবি করছি। এছাড়া আমাদের আর করার কিছুই নেই।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেফতারে তৎপর রয়েছে।
Leave a Reply