1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
পটিয়ায় খাজা মঈনুদ্দীন চিশতি (রা:) বার্ষিক ওরশ সফল হওয়ায় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ - OnlineTV
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

পটিয়ায় খাজা মঈনুদ্দীন চিশতি (রা:) বার্ষিক ওরশ সফল হওয়ায় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ

সেলিম চৌধুরী
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:- উপমহাদেশের আধ্যাত্মিক সাধক ও মহান অলি, ইসলাম প্রচারক এবং চিশতিয়া তরীকার প্রবর্তক সুলতানুল হিন্দ, আতায়ে রাসুল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী (রা:) বার্ষিক ওরশ শরীফ গাজী কনভেনশন কমিউনিটি সেন্টারে ৮ ফেব্রুয়ারিতে বৃহস্পতিবার সম্পন্ন হয়. ওরশ উপলক্ষে সারাদিনব্যাপি খতমে কুরআন, মিলাদ খাজা গান পরিবেশন হয়।

 

খাজা গরীবে নেওয়াজ ওরশ কমিটির পটিয়া উপজেলা পৌরসভা যৌথ আয়োজিত অনুষ্ঠানে আনুমানিক ২০ হাজার মানুষের তবরুক খাবার পরিবেশন করে। উক্ত ওরশ ও মিলাদ মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় পটিয়া উপজেলা পৌরসভা খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ ও শুকরিয়া জ্ঞাপন করেন।

 

নেতৃবৃন্দ হলেন,খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির পটিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ আবছার,অর্থ সম্পাদক আলহাজ্ব মো: দিদারুল আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহমদ নবী, আবদুল মতিন, আবদুল জব্বার সও:, মো: জানে আলম, মো: মামুন, আবদুল মন্নান, মো: হারুন, আবুল হাসেম মিন্টু, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো: নাজিম উদ্দীন, আলহাজ্ব আবদু সালাম,রহমত আলী, আবুল বশর, দিদারুল আলম প্রমুখ। খাজা মঈনুদ্দিন চিশতি (রা:) ওরশ পরিচালনা কমিটির পটিয়া উপজেলার অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম বলে,টানা চতুর্থবার খাজা মঈনুদ্দিন চিশতি রা এর বার্ষিক ওরশ সম্পন হয়।

 

ওরশের পরিধি বৃদ্ধি পাচ্ছে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি ভবিষ্যতে আমাদের প্রজন্মরা এ ধারাবাহিকতা রক্ষা করতে পারে আমিন।

 

এম.চৌ:/এসময় 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost