যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোমবার ১৯ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এম.চৌ:/ এসময়
Leave a Reply