মানিকগঞ্জ প্রতিনিধি : “সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ” আজ মানিকগঞ্জের পার রেস্টুরেন্টে মিলনায়তনে বিকেলে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও পি. এফ. জি মানিকগঞ্জ শাখার আয়োজনে সর্বত্রই সকল প্রকার সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি তাজরানা ইসলাম টুলুর সভাপতিত্বে ও সমন্বয়ক কমরেড ইকবাল খান এর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী রতন কুমার বালো।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা যুবাইদী সিমকী, আওয়ামীলীগ নেতা শেখ জাফর আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, জেলা ন্যাপের সাধারন সম্পাদক কমরেড লুৎফর রহমান ইলিচ,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান সাইদ, উদীচীর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন,নারীনেত্রী কাজী শিউলি, ফারজানা কনা,সেলিনা আক্তার, হাঙ্গার সেলিম, উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা আগামী দিনগুলোতে সহিংসতা প্রতিরোধে সমন্বিত কার্যক্রমে আরও বেগবান করতে ইদের আগেই জেলার বাইরে কোন একটি দর্শনীয় স্থানে গিয়ে কাজকে গভীরভাবে বিশ্লেষণ করতে চায়।
এম.চৌ:/এসময়
Leave a Reply