স্টাফ রিপোর্টারঃ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব সেরা সব পন্যের সমাহার নিয়ে নীলফামারীর উত্তোরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এর উদ্যোগে ফুড ফেয়ার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শহরের আয়াত কমিউনিটি সেন্টারে উত্তোরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এর আয়োজনে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়।
উত্তোরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এর অধ্যক্ষ আইরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (এনডিসি) রিয়াজ উদ্দিন আহমেদ, নীলফামারী জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ, উত্তোরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের চেয়ারম্যান মজিবুল হক, প্রতিষ্টানের পরিচালক নাদিরা ইসলাম, প্রতিষ্টানের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সাগর, প্রতিষ্টানের নার্সিং ইন্সট্রক্টর ইনচার্জ মোছাঃ রাবেয়া খাতুন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এন.এম হামিদী বাবুসহ প্রতিষ্টানের শতাধিক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ব সেরা সব পন্যের মধ্যে বাহারি পিঠা, ফল, ফলের জুস, অনেক প্রকার সবজি, মাছ, মাংস, ভাজি ও ভর্তাসহ অসংখ্য রকম দেশি বিদেশী খাবারের প্রদর্শনী করেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এবং প্রধান অতিথিসহ সকলে এ প্রদর্শনীগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এম.চৌ:/এসময়
Leave a Reply