জাতীয় পার্টি দশম জাতীয় কাউন্সিল সফল করার আহবান দক্ষিণ জেলা জাতীয় পার্টির
পটিয়া প্রতিনিধিঃ
জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল আগামী ৯ মার্চ শনিবার।
উক্ত সন্মেলন এর মাধ্যমে জাতীয় পার্টি নেতা কর্মীদের উজ্জীবিত করতে এবং জাতীয় পার্টি জাতীয় সন্মেলনে পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি করতে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির এক প্রস্তুতি সভা ১ মার্চ শুক্রবার জেলা জাপা’র কার্যালয়ে জেলার আহবায়ক আমান উল্লা আমান এর সভাপতিত্বে সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক রফিক আহমদ চেয়ারম্যান, দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক কাজী খোরশেদ আলম, ফয়জুল কবির চৌধুরী টিটু, মোস্তাক আহমদ, ডাক্তার খোরশেদ আলম।
পৌর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা জাপা’র নেতা নুরুল আবছার, দিপক বড়ুয়া, আবদুস সাক্তার, জামাল হোসেন, শফিকুল ইসলাম শফি প্রমুখ।
সভায় বক্তারা বলেন দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে।
পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তা ধরে রাখতে আগামী ৯ মার্চ জাতীয় পার্টির জাতীয় সন্মেলন সফল করার দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
মো./মি এসময়।
Leave a Reply