ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্ম বার্ষিকি উৎসব পালিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠীর নলছিটি পুরান বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে সৎসংঙ্গ বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্ম বার্ষিকি উৎসব পালিত হয়েছে আজ।
১লা মার্চ শুক্রবার সকাল ১১ টায় নলছিটি পুরানবাজার দুর্গা মন্দির থেকে ঠাকুরের বিগ্রহ সহ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাতৃ সম্মেলনে এসে মিলিত হন।
এরপর দুপুর ১টা৩০ মিনিটে ভক্তদের মাঝে আনন্দ বাজার প্রসাদ বিতরন করা হয়।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মিয় সংগীতানুষ্ঠান ও ধর্মা আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সৎ সংঙ্গের ঋত্তিকবৃন্দ গন।
রাত ১০ টায় ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে দিনব্যাপী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম জন্ম বার্ষিকি উৎসব শেষ হয়।
মো./মি এসময়।
Leave a Reply