জাজিরায় হাজী আবুল বাশার বেপারী স্মৃতি সংঘ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল অনুষ্ঠিত।
ক্রীড়া প্রতিনিধি।
শরীয়তপুরের জাজিরা দক্ষিণ ডুবলদিয়া হাজী আবুল বাশার বেপারী স্মৃতি সংঘ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
০১লা মার্চ শুক্রবার রাত সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর দবির বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর।
আরও উপস্থিত ছিলেন জাজিরা থানার তদন্ত অফিসার সুজন হক।
০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দবির বেপারী।
০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খবির চাপলাশি।
০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুরুজ কাজী।
জাজিরা উপজেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া।
০৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল সিরাজ বয়াতি।
০৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল আলমগীর বেপারী।
জাজিরা পৌরসভার সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান সরদার।
জাজিরা পৌরসভার আওয়ামী লীগ নেতা আসমত আলী আকন।
জাজিরা উপজেলা যুবলীগ নেতা হালীম বয়াতি।
দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাইস্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোখলেছ মিয়া।
দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাইস্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগ এর সেক্রেটারি শাকিল বেপারীসহ
জলিল আকন, বিল্লাল সরদার, আজিজ ফকির, ইলিয়াস মাদবর, আজিজ মাদবর জাহাঙ্গীর ফকির, জাহাঙ্গীর মাদবর চঞ্চল বেপারী, সাদ্দাম সরদার, জুয়েল কাজী, রিয়াজ কাজী, সাওন বেপারী প্রমুখ।
শুরুতেই জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর বলিং প্রান্ত থেকে বল করেন এবং ০৯ ওয়ার্ডের কাউন্সিলর দবির বেপারীর স্টাইকিংয়ে ব্যাটিং করার মধ্য দিয়ে সম্মানিত অতিথি বৃন্দদের উপস্থিতিতে উক্ত ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
খেলায় দুটি দল যমুনা একাদশ বনাম কীর্তিনাশা একাদশ অংশ নেয়।
প্রথমেই টসে জিতে যমুনা একাদশ ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১২ ওভার খেলা শেষে তারা কীর্তিনাশা একাদশকে ৬৭ রানের লক্ষ মাত্রা ছুরে দেয়।
কীর্তিনাশা একাদশ দলের প্লেয়ার সিয়াম ৪১ রানের দূরদান্ত ইনিংশ খেলে এবং অপর প্রান্তে সামিমের ২০ রানের লক্ষ মাত্রা দলকে মাত্র ০৮ ওভারেই ৬৭ রান করে ০৯ উইকেটে জয় লাভ করতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।
বিজয়ী দলকে এবং রানার্স আপ দলকে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
আর্জেন্টিনা প্রবাসি সবুজ বেপারীর সার্বিক সহযোগিতায় এবং বেপারী পরিবার বর্গের পরিচালনায় উক্ত অনুষ্ঠান সাফল্য মন্ডিত হয়।
মো./মি এসময়।
Leave a Reply