শ্রীমঙ্গল জাতীয় বীমা দিবস আয়োজিত
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস ২০২৪।
শুক্রবার (১ মার্চ) ২০২৪ খ্রিঃ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে আবার উপজেলা প্রাঙ্গনে সমাপ্ত হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী (ভূমি) সন্দীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিকুল চক্রবর্তী, এছাড়াও ছিলেন, রুপালী লাইফ ইন্সিয়রেন্স এর কর্মকর্তা রাসেল আহমদ, বর্ণ চক্রবর্তী, মায়া খাতুন, বৃষ্টি চক্রবর্তী এছাড়াও র্যালীতে বিভিন্ন বীমা সংস্থার কর্মকর্তারা অংশ নেয়।
পরে উপজেলা পরিষদের হল কনফারেন্স হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, মো.আন্নাছ মিয়া’র সভাপতিত্বে ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট সাবেক অফিস ইনচার্জ আমিনুর রশীদ চৌধুরী রুমন এর উপস্থাপনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কো- অর্ডিনেটর (মার্কেটিং) প্রদীপ দেবনাথ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার, সুলতান আহমদ, জেনিত লাইফ ইন্সুরেন্স কোম্পানি কর্মকর্তা মনির আহমেদ প্রমুখ।
মো./মি এসময়।
Leave a Reply