পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড রতনপুর এলাকায় পুর্বশক্রুতার জের ধরে চলাচলের রাস্তায় বাঁশের খুঁটি গেড়ে এক পরিবারকে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ সোমবার বিকালে।
এ-ঘটনায় ভুক্তভোগী মৃত ঠান্ডা মিয়ার পুএ বৃদ্ধ মাহবুল আলম বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ মনির, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ শাওন এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, মাহবুল আলম এর বসত ঘরের দক্ষিণ পাশে তিন মাস আগে বিবাদীগণ মুরগির খামার ঘর নির্মাণ করার কার্যক্রম শুরু করেন।এতে বিবাদীদের ফার্মের দুর্গন্ধ হওয়ার আশংকায় ফার্ম নির্মাণ কাজে নিষেধ করেন মাহবুল আলম।
তারপরও মনির সহ তিনজন জোর পুর্বক মুরগির খামার করে। এর ধারাবাহিকতায় গত ৪ মার্চ বিকালে বিবাদীগণ মুরগির খামারে
বিদ্যুৎ সংযোগ জন্য পল্লী বিদ্যুৎ এর লোক এনে মাহবুল আলম এর ঘরের উপর দিয়ে বিদ্যুৎ এর সংযােগ নেওয়ার চেষ্টা করে।
এতে মাহবুব আলম বাঁধা দিলে পল্লী বিদ্যুৎ এর লােকজন চলে যায়। এতে বিবাদী মনির সহ তিনজন ক্ষিপ্ত হয়ে মাহবুল আলম এর ঘরের চলাচলের রাস্তায় ঘেড়াবেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ সুএে জানাযায়।
এ-ব্যাপারে ভুক্তভোগী মাহবুল আলম সহ এলাকাবাসী চলাচলের পথে বাঁধা অপসারণ করার জন্য পটিয়ার এমপি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভুঁইয়া জনি ও পটিয়া থানার ওসি’ মোহাম্মদ জসিম উদ্দিন এর হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি পটিয়া থানার এস আই মামুন তদন্ত করছেন বলে জানান বাদী মাহবুল আলম।
এম.এম/এসময়
Leave a Reply