নিজস্ব প্রতিবেদক:ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (৭ মার্চ) ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা।
এদিন প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমণ্ডির ৩২ নম্বর।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ
দের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রওশন হোসেন পাঠান শরৎ; কার্যকারী সভাপতি এম এ মিলন মিয়া; বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার; সহ-সভাপতি জুলহাস চৌধুরী পলাশ; কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক; দপ্তর সম্পাদক মুরশিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক শাহিন তুলমুন সানি; কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন; প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক আবু হাসান মোঃ ওয়ালিদ মাসুদ; ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান মোল্লা; সহ-মহিলা বিষয়ক সম্পাদক হাসি বেগম; সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
এম.এস/এসময়
Leave a Reply