চরধূপুরিয়া কাচারি কান্দি সেলিম সরদার স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রীড়া প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেলিম সরদার স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ই মার্চ রবিবার বিকাল ০৩ ঘটিকার সময় চরধুপুরিয়া কাচারি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জব্বার আকন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ০১ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রতন, জাজিরা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুল আলম বাবুল আকন, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান নান্নু মাদবর প্রমুখ।
খেলায় দুটি দল অংশগ্রহন করেছেন লাউখোলা শহীদ সিরাজ স্মৃতি সংঘ বনাম স্বপন স্পোর্টিং ক্লাব।
খেলার নির্ধারিত টাইম শেষে ১/১ গোলে ড্র হলে রেফারি
টাইফিকার ঘোষনা দেন এবং দুটি দল ৫ বার করে গোল পোষ্টে বল মারার সুযোগ পান।
টাইফিকার শেষে পরিসংখ্যানে লাউখোলা শহীদ সিরাজ স্মৃতি সংঘ ০১ এবং স্বপন স্পোর্টিং ক্লাব ২ গোল করে বিজয়ী হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।
উক্ত খেলার রেফারির দায়িত্ব পালন করেন কাজী রুবেল, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রাজিব মুন্সি ও সাইফুল ইসলাম এবং খেলার ধারা ভার্স্যকারে ছিলেন কাজী রাজন।
বিজয়ী দলকে এবং রানার্স আপ দলকে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
ওলিউর রহমান ও মাহবুব রহমান এর পরিচালনায় উক্ত খেলার কার্যক্রম সাফল্য মন্ডিত হয়।
মো.মি/এসময়।
Leave a Reply