পদ্মা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলে আটক
বাংলাদেশ ক্রীড়া প্রতিনিধিঃ
ইলিশ হলো মাছের রাজা,জাটকা ধরলে হবে সাজা।
জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে জাটকা ইলিশ মাছ ধরার কারণে ৩ জেলে সদস্যকে আটক করেন মাঝিরঘাট নৌ পুলিশ।
১১ই মার্চ সোমবার পদ্মা নদীর বিভিন্ন অংশে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪” উপলক্ষ্যে ১ম দিনে জাটকা নিধনকারী ক্ষতিকর জাল অপসারনের জন্য উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক পদ্মা নদীতে উপজেলা মৎস্য দপ্তর ও মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ জন আসামি ও ৩০ টি চায়না দোয়ারি জাল এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ অভিযান পরিচালনা করে ৩ জন জেলেকে আটক করা হয়।
মোবাইল কোর্টে ২ জনকে ১০০০০ টাকা করে মোট ২০০০০/ টাকা জরিমানা করা হয় এবং ১ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন পদ্মা নদী থেকে ২২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে ইলিশ মাছশুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা ইলিশ সংরক্ষণ মোবাইল কোর্ট অভিযান-২০২৪ অব্যাহত থাকবে।
মাঝির ঘাট নৌ পুলিশ ইনচার্জ জসিম উদ্দিন বলেন জাটকা সংরক্ষণ অভিযান চলমান রয়েছে।
জাটকা ইলিশ মাছ রক্ষায় পদ্মা নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মো.মি/এসময়।
Leave a Reply