কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে হয়েছিল অনেক আলোচিত সমালোচনা। অবশেষে সেই আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে পূণরায় কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করলেন শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সুধীসমাজ এবং উক্ত স্কুলের শিক্ষকমন্ডলীদের উপস্থিতিতে শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেন ম্যানেজিং কমিটির সভাপতিসহ কমিটির সদস্যরা ।
আজ থেকে দীর্ঘ কয়েক মাস আগে হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবল চন্দ্র সরকার অবসরে যান, তখন প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় সকল নিয়ম মেনে প্রটোকল অনুসরণ উক্ত বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেন। পরবর্তীতে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা, দু’পক্ষের ঝামেলা শেষ পযন্ত গড়ায় হাইকোর্ট, সেখান থেকে রায় এনেও দু’পক্ষের ঝামেলার অবসান ঘটেনি ম্যানেজিং কমিটির গাফিলতির কারণে, পরবর্তীতে নুর ইসলাম বিএসসি কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানায়। দীর্ঘ কয়েকটি মাস অপেক্ষার পরে অবশেষে সঠিক নিয়মনীতি অনুসরণ করে পূণরায় কৃষ্ণ চন্দ্র সরকার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানায় ম্যানেজিং কমিটি। আজ ১৪-০৩-২০২৪ বৃহস্পতিবার কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষরুমে লিখিতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার বুঝিয়ে দেন ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাহাবুল হোসাইন শাবুল, সদস্য জামাল ব্যাপারী, একরামুল হক,কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজালুল হক খোকা, জাতীয় পার্টি (জাপা)কালীগঞ্জ ইউনিয়ন সভাপতি কপিল উদ্দিন, কালীগঞ্জ- নুনখাওয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আব্দুল জলিল(২৯) মোঃ শফিকুল ইসলাম(২৮) , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রনজিৎ কুমার রায়(৭০) সুভাষ সরকার (৬৫), এবং উক্ত স্কুলের শিক্ষকবৃন্দসহ অনন্যরা।
এম.এস/এসময়
Leave a Reply