1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
রমজানের পবিত্রতা রক্ষা ও যাকাত আদায়ে এমপি সিদ্দিকুল আলমের আহ্বান - OnlineTV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষা ও যাকাত আদায়ে এমপি সিদ্দিকুল আলমের আহ্বান

মোঃজাকির হোসেন
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

রমজানের পবিত্রতা রক্ষা ও যাকাত আদায়ে এমপি সিদ্দিকুল আলমের আহ্বান

নীলফামারী প্রতিনিধি:

আল কুরআন নাজিলের মাস রমজানের পবিত্রতা রক্ষা ও আল্লাহ তায়ালার অন্যতম হুকুম যাকাত আদায়ে সৈয়দপুর বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নীলফামারী-৪ আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

তিনি শুক্রবার (১৫ মার্চ) সৈয়দপুর জামে মসজিদে জুমআর নামাজের খুতবার আগে উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্যকালে এই আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কুরআন মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর কাছে প্রেরণ করেছেন।

এই রমজান মাসে লাইলাতুল ক্বদরে মানবজাতির মুক্তির পয়গাম ও জীবন বিধান হিসেবে কুরআন দিয়েছেন।

আল্লাহ প্রদত্ত আল কুরআনের হুকুম সমুহ পালন করা ফরজ। এর মধ্যে অন্যতম হুকুম হলো পবিত্র এই মাসে সাওম বা রোজা রাখা।

যা আত্মশুদ্ধি অর্জনের অনন্য বিধান। যার পুরস্কার স্বয়ং মহান আল্লাহ নিজ হাতে দিবেন।

তাই এই রোজা পালনে তথা রমজানের পবিত্রতা রক্ষা করতে আমাদের সতর্ক থাকা উচিত।

একই সাথে আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ হুকুম হলো যাকাত। যা আদায়ের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত হয়।

সেকারণে এই ফরজটি যথাযতভাবে আদায় করতে হবে। তাহলে এর সুফল পাওয়া যাবে।

এমপি সিদ্দিকুল আলম আরও বলেন, আল্লাহ আমাকে পারিবারিক ভাবেই প্রচুর অর্থ সম্পদ দিয়েছেন। শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে আমি সিআইপি সম্মাননা পেয়েছি। আপনাদের ভালোবাসা ও ভোটে আজ সংসদ সদস্যও হতে পেরেছি।

আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি এখন শুধু দিতে চাই। সৈয়দপুরকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই।

এজন্য আপনাদের পরামর্শ ও সহযোগিতা আশা করি।

শিক্ষা, শিল্প ও রেলওয়ের শহর সৈয়দপুরকে শান্তি ও সমৃদ্ধির উচ্চ শিখরে নিতে চাই। পাশাপাশি কিশোরগঞ্জ উপজেলায় সৈয়দপুরের মতো উন্নত করতে চাই। সম্মিলিত উদ্যোগে অভুতপূর্ব উন্নয়ন করে দৃষ্টান্ত রেখে যেতে চাই। এজন্য আপনাদের সকলের মতামত ও অংশ গ্রহণ একান্ত প্রয়োজন।

এক্ষেত্রে আপনারা সার্বিকভাবে আন্তরিক হবেন বলে আমি বিশ্বাস করি। তাই ধর্মীয় অনুশাসন পালনে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান তিনি।

মো.মি/এসময়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost