আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বাতাস বইছে শরীয়তপুর জেলায়।
নিজস্ব প্রতিনিধিঃ
সাড়া দেশের বিভিন্ন জেলার উপজেলা গুলোতে নির্বাচনের বাতাস বইছে। সেই নির্বাচনের বাতাসে পিছিয়ে নেই শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা গুলো।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অংশ নিবে শরীয়তপুর ২ আসনের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা।
দ্বিতীয় ধাপে অংশ নিবে শরীয়তপুর ১ আসনের পালং ও জাজিরা উপজেলা এবং তৃতীয় ধাপে অংশ নিবে শরীয়তপুর ৩ আসনের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা।
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রতিনিধি,আওয়ামী লীগসহ বিভিন্ন দলীয় প্রার্থীরা। উপজেলা পরিষদের নির্বাচন কবে হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলায় চারটি ধাপে নির্বাচনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যসূত্রে জানানো হয় পবিত্র মাহে রমজান মাসের শেষের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষণা দেওয়া তালিকা অনুযায়ী, ঢাকা, বিভাগে প্রথম ধাপে অংশ নিতে যাওয়া শরীয়তপুর ২ আসনের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ভোট গ্রহণ শুরু হবে আগামী ৪ মে।
দ্বিতীয় ধাপে শরীয়তপুর ১ আসনের পালং ও জাজিরা উপজেলার ভোট গ্রহণ আগামী ১১ মে।
তৃতীয় ধাপে শরীয়তপুর ৩ আসনের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার ভোট গ্রহণ আগমী ১৮ মে অনুষ্ঠিত হবে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততম মুখর পরিবেশ তৈরি হচ্ছে আসন গুলোতে। জনগণের সমর্থন নিয়ে মাঠ গুছাচ্ছেন প্রার্থীরা।
জনপ্রিয়তা অর্জন করতে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রার্থীরা।
উপজেলার বিভিন্ন গ্রামের ভোটারদের খোঁজখবর সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বিভিন্ন স্কুল মসজিদ ও হাট বাজারে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রার্থীরা।
মো.মি/এসময়।
Leave a Reply