স্টাফ রিপোর্টারঃ
ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বে মানিকগঞ্জের ঘিওরে অন্তঃসত্তা নারী ও তার মাকে বেধড়ক মারধরের অভিযোগ এক প্রভাবশালীর বিরুদ্ধে।
মানিকগঞ্জের ঘিওরে ছাগলে ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অন্তসত্তা এক নারী ও তার মাকে বেধড়ক পিটিয়েছে প্রতিবেশি আব্দুর রাজ্জাক নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। তিনি এলাকার আব্দুল হামিদ এর পূত্র।
গুরুতর অবস্থায় আহতদের ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোলাপনগর গ্রামের নতুন বালুচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শেফালী নামের একজনকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply