ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
নিউজ ডেস্ক:
রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি ভবনের কাপড়ের গোডাউনে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
আজ শুক্রবার রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ডেমরা থানার ভাঙ্গা প্রেস এলাকায় একটি ৪ তলা ভবনের ৩ তলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।
পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ডেমরা , পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট রাত পৌনে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে।
পরবর্তীতে আরও ৫ টি ইউনিট আগুন নেভাতে তাদের সাথে যুক্ত হয়। এই মুহুর্তে সেখানে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট কাজ করছে।
কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের।
তবে, আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতি পরিমান ও হতাহতের কোন খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মো.মি/এসময়।
Leave a Reply