পটিয়া শিক্ষকের জায়গা জবর দখলের চেষ্টায় থানায় অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড রশিদপুর গ্রামের নাছির মাস্টারের বাড়িতে শিক্ষকের জায়গা জবর দখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় চক্রশালা কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোক্তাভোগী মোহাম্মদ নাছির উদ্দিন মাস্টার বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ আব্দুল হান্নান, আব্দুল মান্নান, দিদারুল আলম, সাদ্দাম হোসেন, সহ অজ্ঞত নামা সাত-আটজনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
পটিয়া থানার দায়েলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক নাসির উদ্দিন মাস্টারের সাথে আব্দুল হান্নান গঙ্গের মধ্যে বাড়ি জায়গা- জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এ নিয়ে প্রতিপক্ষবিবাদীগণ বাদী নাসির মাস্টারের বিরুদ্ধে পটিয়া প্রথম সিনিয়ার সহকারী জজ আদালত অপর-মামলা নং ৬১/২০০৩ মামলা দায়ের করেন।
এদিকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার বাদী হয়ে প্রতি পক্ষের বিবাদীগণের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম (মহানগর) মিস মামলা নং ৩২৭৪/২০১১ ইং দায়ের করেন।
উক্ত মামলায় ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা আইনের মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি আমল নিয়ে পটিয়া সরকারি কমিশনার ভূমি’ কে কাগজপত্র দেখে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করে।
এর ধারাবাহিকতায় পটিয়া ভুমি অফিসের সার্ভেয়ার সোহেল রানা গত ৫ মার্চ উভয় পক্ষকে নোটিশ প্রদান করে এবং সার্ভেয়ার সোহেল রানা মোবাইল করে গত ২০ মার্চ ১১ টায় নালিশী জায়গা পরিদর্শন করিবে মর্মে অবগত করেন উভয় পক্ষকে।
কিন্তু প্রতিপক্ষ বিবাদী আবদুল হান্নান গং ২০ মার্চ সার্ভেয়ার বিরোধীয় জায়গায় পরিদর্শনে আসার আগে সকাল সাড়ে ৮ টার সময় উক্ত বিরোধীয় জায়গায় অনাধিকার প্রবেশ করে জায়গা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালান বলে নাছির উদ্দীন মাষ্টার অভিযোগ সুএে জানাযায়।
এ ব্যাপারে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন মাষ্টার জানান, বিরোধীয় জায়গায় নিয়ে পৃথকভাবে দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিবাদীগণ আইন অমান্য করে গায়ের জোরে বহিরাগত লোকজন নিয়ে আমার জায়গা ঘেরা বেড়া দিয়ে দখলের পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ তুলেন।
তিনি উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য পটিয়া থানার ওসি’র জসিম উদ্দিন এর হস্তক্ষেপ কামনা করেন।
পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ টি এস আই আবদুল আলিম তদন্ত করছেন বলে থানা সুএে জানা যায়।
মো.মি/এসময়।
Leave a Reply