নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ইফতার সামগ্রীর দাম বেড়েই চলেছে।
স্টাফ রিপোর্টারঃ
প্রথম রোজা থেকে শুরু করে প্রতিদিনই দাম বেড়েই চলেছে তরমুজ, কলা, শসা ও লেবুর দাম।
জাজিরা কাজিরহাট বাজার ঘুরে দেখা যায় -প্রথম রোজা থেকে শুরু করে প্রতিদিনই ডালের দাম এক টাকা, দুই টাকা হারে বেড়ে চলেছে।
প্রতিদিনের খাদ্য তালিকায় চাল, তেল ডিমের দাম আগের মতো স্বাভাবিক থাকলেও রোজার সময়ে ইফতারের
জন্য ফলগুলোর দাম অস্বাভাবিক।
তরমুজ কেজিতে ৭০ থেকে ৮০,
শরবতের লেবু হালিতে ৪০ থেকে ৫০,
কলা হালিতে ৩০/৪০ টাকা,
এদিকে ইলিশ সহ বড় মাছের দাম স্বাভাবিক থাকলেও ছোট মাছের দাম প্রতিদিন উঠানামা করছে।
সাধারণ মানুষের দাবি সারাদিন রোজা রেখে ইফতারের তরমুজ, কলা, লেবু যেগুলো না হলেই নয় -সেসব ফলের দাম কমাতে, কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করছেন।
সাধারণ মানুষের দাবি, এভাবে দাম বৃদ্ধিতে জনজীবন দূর্ভোগে পড়ছে।
আয়ের সাথে ব্যয় মিলাতে হিমশিম খাচ্ছে।
মো.মি/এসময়।
Leave a Reply