1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
সরিষাবাড়ীতে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম। - OnlineTV
বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম।

মাসুদ রানা
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জামালপুর প্রতিনিধি :আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী পৌর এলাকার বাসস্ট্যান্ড, শিমলাবাজার, আমতলা, রেলওয়ে স্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব চত্ত্বর,আরামনগর বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক পথসভায় বলেন। দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের মানুষদের সাথে রয়েছি। দরিদ্র অসহায় মানুষদের সহায়তা করে যাচ্ছি। এ সহায়তার হাত যেন চলমান রাখতে পারি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি গণসংযোগ করছি। সব জায়গায় সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

এম.এস/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost