1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড - OnlineTV
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মৌসুমি নিলু
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাদক মামলায় আলমগীর হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথমআদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উল্টরপাড়ার সামছুর রহমান বিশসের ছেলে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি বেলা ১২টার সময় নড়াইল-যশোর সড়কের সদও উপজেলা রচাঁচড়া নামক স্থানে যশোর থেকে নড়াইলগামী সন্দেহভাজন একটি মোটরসাইকেল পুলিশ থামতে বললে চালক আলমগীর মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে তুলারামপুর চরপাড়া এলাকা থেকে ধরে ফেলে এবং এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক মোটর সাইকেলের দুই সাইডেও সিটের নিচে বিশেষভাবে লুকানো রাখা ৯২ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় নড়াইল সদও থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে আলমগীর হোসেনকে অভিযুক্ত কওে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

এম.এস/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost