পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর বোড মিটিং ও ইফতার মাহফিল গত ২৩ শে মার্চ চট্টগ্রামের ভিআইপি ব্যানকুইট সাম,স রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের
অতীত জাতীয় সভাপতি এপে. রেজোওয়ান শাহেদী , এপে. রূহুল মঈন চৌধুরী, এনআইআরডি এপে. জিমাম আহমেদ, এনএসডি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, এনএডি এপে. সুপংকর বড়ুয়া, জাতীয় সচিব এপে. বশির আহম্মদ মনি (সূফি মনি), সিসিএসি এপে. নাসিম আহমেদ, আইপিডিজি-৬ এপে. আফসানা শিউলি, আরো উপস্থিত ছিলেন জেলা ০৩ এর আওতাধীন বিভিন্ন ক্লাব প্রতিনিধি অংশগ্রহণ করেন।এতে সভাপতিত্ব করেন জেলা গভর্নর এপে. জিয়াউল হক জিয়া।
সভায় ডিস্ট্রিক্ট ৩ কে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানবিক সংগঠক এপেক্সিয়ান শেখ আলমগীর আলমকে এপেক্স বাংলাদেশ জেলা ০৩ এর ট্রেজারার মনোনীত করা হয়।এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর ট্রেজারার মনোনীত হওয়ায় পটিয়া এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আলমগীর আলমকে পটিয়া ক্লাবের পক্ষ থেকে এপেক্স বাংলাদেশ ন্যাশনাল কমিটি, ডিস্ট্রিক ৩ গভর্নর সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এম.এস/এসময়
Leave a Reply