শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবছরের ন্যায় ‘দ্য হেল্পিং উইং’ সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে রমজানের ১৩তম দিনে ইফতার বিতরণ করা হয়।
রবিবার (২৪ মার্চ) ২০২৪ খ্রিঃ বিকেলে শ্রীমঙ্গল গুহরোডের সাবরুসা রেস্টুরেন্টেরে সামনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে ‘দ্য হেল্পিং উইং’ সংগঠনের নেতৃবৃন্দ ।
রমজান মাস আসলে শ্রীমঙ্গলে দ্য হেল্পিং উইং’ সংগঠনের প্রশংসা বিরাজমান হয়ে উঠে ,গন্ডি পেরানো একঝাঁক তরুণদের এমন সাহসীকতার মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অনরকেই এর মধ্যে রয়েছেন, পথশিশু, এতিমখানা,মাদ্রাসার মুসল্লীয়ান সহ এছাড়াও পথচারী যানবাহনের সাধারণ জনগণ ।
এ বিষয়ে নানান ভাবে তাদের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ার জনগন, তাদের এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা আহবান জানানো হয় ।
দ্য হেল্পিং উইং’ সংগঠনের কো-অর্ডিনেটর রিমু চৌধুরী বলেন, প্রথম রমজানের ধারাবাহিকতায় প্রথমদিন থেকেই দুই টাকার বিনিময়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের লক্ষ্য আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যের কষ্টে ভুক্তভোগী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইফতার বিতরণের এই কাজের মাধ্যমে আমরা মনে প্রশান্তি পাই।এসময় উপস্থিত ছিলেন রুমন চৌধুরী,ওয়াসিফ,রাকান,ওয়াফি,আজমান,আব্দুল্লাহ, রাকিব,শিপন প্রমুখ।
এম.এস/এসময়
Leave a Reply