নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্যা (৩৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মোল্যা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে।কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কালিয়া উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ি ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক বাচ্চু মোল্যা ও অন্যরা। পরে তার হাতে থাকা রড অসাবধানবশত বাড়ির পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বাচ্চু মোল্যা মারা যান ও তার সঙ্গে থাকা আরেক নির্মাণ শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাসিবুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খন্দকার শামীম উদ্দিনহলে বলেন দুর্ঘটনা ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
এম.এস/এসময়
Leave a Reply