সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক হাইস্কুল এন্ড কলেজে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মার্চ, ২০২৪

দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক হাইস্কুল এন্ড কলেজে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, ২৬ মার্চ সেই স্মৃতিময় দিন।

আমাদের গৌরবময় স্বাধীনতা দিবসজাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো।

১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। এদিন সরকারি ছুটি।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সরকারি, বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান গুলোতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেই সকল প্রতিষ্ঠানের মধ্যে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান হচ্ছে দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজ।

যে টি  শরীয়তপুরের জাজিরা কাজির হাট দক্ষিণ ডুবলদিয়ায় অবস্থিত।

মঙ্গলবার ২৬ মার্চ কলেজটিতে শিক্ষক-শিক্ষার্থীরা মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করেন।

দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: আলী হোসেন এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে  আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকল ধরনের  কর্মসূচী পালন ও প্রদর্শনীর পরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনার জন্য  মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মো.মি/এসময়।