নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সুবর্ণচরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন আল আজহার সমাজ কল্যাণ পরিষদ।
২৭ মার্চ (বুধবার) সকাল ৯ টায় উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৮নং সুইজ গেইট সংলগ্ন সংগঠনের কার্যালয়ে গরীব,অসহায়দের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, ছোলা, সেমাই, চিনি, ডাল, তেল, খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ইমনের সঞ্চালনায় সভাপতি জাহেদুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল খায়ের ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম মামুন,বিশিষ্ট সমাজসেবক,নাজিম উদ্দিন সোহাগ, মোঃ আব্দুর রব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নূরুল আহাদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম মোস্তফা বলেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও গরীব মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। এ ধরনের মানবিক কাজ চলমান থাকবে। আমাদেরকে সার্বিকভাবে সহযোগীতা করছেন যারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এম.এস/এসময়
Leave a Reply