নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের এমপি সিদিকুল আলম সিদ্দিক। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, আর্দশ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, হাজারীহাট মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ শেষ মোহাম্মদ একরামুল হক, আসমতিয়া দাখিল মাদ্রাসা সুপার মো: আনোয়ারুল আলম শাহ, ব্যাঙমারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম রেজা, বোতলাগাড়ী আদশ বালিকা নিকেতন শ্রী নিপা রানী রায় প্রমুখ।
প্রধান অতিথি নীলফামারী – ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, সৈয়দপুরে শিক্ষার মান ও রেজাল্ট আর ভালো করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া ক্ষেত্রে আমার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার পাশাপাশি খেলা ধুলা মানের ক্রিকেটেরা, ফুটবলার, তৈরি করতে হবে। এধরণের ইফতার মাহফিল আয়োজনে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম.এস/এসময়
Leave a Reply