1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ ৭ সদস্য র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার। - OnlineTV
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ ৭ সদস্য র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার।

মোঃ মনিরুজ্জামান
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ডেস্ক রিপোর্টঃ গতকাল ২৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ রাত ১০.৩০ টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটস্থ বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ৭ সদস্যকে ছিনতাইকালীন অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম:-

১। মোঃ হাসিবুল হোসেন, পিতা-ইদ্রিস হোসেন, সাং- নুরবাগ (গ্যাং লিডার);
২। মোঃ রকি, পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং- পাকা পোল, দশআনি পাড়া গলি;
৩। মোঃ ইমন, পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- মাদবর বাজার;
৪। মোঃ জুয়েল, পিতা- মৃত ইসমাইল, সাং- খোলামোড়া;
৫। মোঃ তানভির, পিতা- মোঃ তাহের আলী, সাং- মাদবর বাজার;
৬। মোঃ হৃদয়, পিতা- মৃত- মোঃ নাজির, সাং- বড়গ্রাম;
৭। মোঃ নাঈম, পিতা- মোঃ মাসুম, সাং- নুরবাগ দাদন মাদবর গলি;
সর্ব থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা, (ভাসমান) বলে জানা যায়।
এসময় তাদের নিকট হতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত ৪টি চাকু উদ্ধার করা হয়।

এম.এস/এসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost