বগুড়া জেলা প্রতিনিধি :শাজাহানপুরে আড়িয়া ইউপি জামুন্না হাটের সরকারি প্রকল্পের মাধ্যমে বিছানো প্রায় ৩৫ হাজার ইট ও ঢেউটিন উঠিয়ে নিয়ে গেছে আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম ও আড়িয়া ইউপি সদস্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বিরুদ্ধে অভিযোগ উঠছে।
শনিবার বিকাল সরেজমিনে দেখা যায় জামুন্নাহাটে সরকারি ভাবে বিভিন্ন প্রকল্পের বিছানো ইট ও ঢেউটিন হরিলুট চিত্র পাওয়া যায়।
স্থানীয়দের তথ্যমতে হরিলুট হওয়া ইট গুলো ইউনিয়ন আওয়ামী সভাপতি খোরশেদ আলম বাড়িে আঙ্গিনায় ও ইউপি সদস্য জাহিদুল ইসলামের অন্য প্রকল্পে হরিলুট লুট হওয়া এসব ইটের স্তূপ দেখা যায়।
জামুন্না হাটে দোকানী জানায়,স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম ও আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম মাধ্যমে সরকারি ইটগুলো হরিলুট হয়ে যায়।সরকারি ইটগুলো তারা ব্যক্তিগত কাজের জন্য ভাগ বাটোয়ারা করে নিচ্ছে।
আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন সঙ্গে পরামর্শ করে, সাড়ে ১৩ হাজার ইট উত্তোলন ও সরকারি ঢেউটিন ৪৫০০ টাকায় বিক্রির কথা স্বীকার করেন।
তবে আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম বাড়ির আঙ্গিনায় হাটের সরকারি ইট পাওয়া গেলেও তিনি ইটগুলো নিয়ে আসেনি বলে দবি করেন। তিনি বলেন ইউপি সদস্য জাহিদুল ও চেয়ারম্যান ইটগুলো পাঠিয়ে দিয়েছে।
হরিলুট হওয়া ইটগুলো সম্পর্কে চেয়ারম্যান আতিকুর রহমান জানান,জামুন্না হাটে সরকারিভাবে নতুন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। উপজেলা প্রকৌশলী সঙ্গে কথা বলে ইটগুলো তুলে হাটে রাখতে বলছি,কাউকে নিয়ে যেতে বলা হয়নি। ইট হরিটুল বিষয়টি জানার পর গ্রামপুলিশকে দিয়ে ইটগুলো উদ্ধার চেষ্টা চলছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার জানান, বিষয়টি আমি জেনেছি, নিয়ে যাওয়া ইটগুলো উদ্ধার করা হচ্ছে।
এম.এস/এসময়
Leave a Reply