ডেস্ক রিপোর্টঃআসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাইএর প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয় র্যাব-১।
এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ বিকেলে র্যাব-১ এর আভিযানিক দল জিএমপি, গাজীপুরের টঙ্গীপূর্ব থানাধীন টঙ্গী রেলস্টেশন রোড এলাকা হতে ছিনতাইকারী চক্রের দল নেতা মোঃ ওয়াসিম (২৫), পিতা- মোঃ আবুল হাসেম, থানা- টঙ্গীপূর্ব, জিএমপি, গাজীপুর; মোঃ আল আমিন (৩২), পিতা- জালাল মিয়া, থানা- বাঞ্ছারামপুর, জেলা- বি-বাড়ীয়া এবং ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ রাজু মিয়া (২১), পিতা-মোঃ লিটন মিয়া, থানা-শ্রীপুর, জেলা- গাজীপুর; মোঃ আসাদুজ্জামান @ তমাল (২২), পিতা- আবুল কাশেম আজাদ, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ এবং বিমানবন্দর থানা এলাকা থেকে মোঃ ফরিদ (২৬), পিতা- মোঃ জাহেদ মিয়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলাঃ কিশোরগঞ্জ; মোঃ সাগর হোসেন (২৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, থানা- সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধা; আব্দুল মজিদ @ মুন্না (৩২), পিতা- আব্দুল মালেক, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড় ও মোঃ রাসেল (৩০), পিতা- মো: সাইফুল ইসলাম, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জসহ মোট ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় ছিনতাইকারীদের নিকট হতে ৮টি ছুরি ৯টি মোবাইল ফোন এবং নগদ ১,৫০০/- টাকা উদ্ধার করে।
উল্লেখ্য যে, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রেস ব্রিফিং থেকে জানা গেছে।
এম.এস/এসময়
Leave a Reply